Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলা ১৪২০ সালের জন্য হাট-বাজার ইজারার দরপত্র বিজ্ঞপ্তি
বিস্তারিত

উপজেলা পরিষদ কার্যালয়

মিঠামইন, কিশোরগঞ্জ

 

বাংলা ১৪২০ সালের জন্য হাট-বাজার ইজারার দরপত্র বিজ্ঞপ্তি

দরপত্র বিজ্ঞপ্তি নং-০১/২০১৩-২০১৪

 

এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ২১/০৯/২০১১ খ্রিঃ তারিখের ৪৬.০৪১.০৩০.০২.০০.০০২.২০১১-৮৭০ নং স্মারকমূলে জারীকৃত ‘‘সরকারী হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং উহা হইতে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত নীতিমালা’’ এর আলোকে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন নিম্নে বর্ণিত হাট-বাজারসমূহ আগামী ১৪২০ বাংলা সনের ১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যমত্ম ০১ (এক) বৎসর মেয়াদে ইজারা প্রদানের নিমিত্ত শর্ত সাপেক্ষে  আগ্রহী দরপত্রদাতাগণের নিকট হতে বন্ধখামে দরপত্র আহবান করা যাচ্ছে। নিম্ন বর্ণিত সময়সূচী অনুযায়ী দরপত্র দাখিলের পূর্ব দিন পর্যমত্ম অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এঁর কার্যালয়ের স্থানীয় সরকার শাখা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি), মিঠামইন, কিশোরগঞ্জ, ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ, মিঠামইন শাখা, কিশোরগঞ্জ এবং অফিসার-ইন-চার্জ, মিঠামইন থানা, কিশোরগঞ্জ এর কার্যালয় হতে তফসিলে উলিস্নখিত নগদ মূল্যে (অফেরতযোগ্য) দরপত্র সিডিউল ক্রয় করা যাবে। দরপত্র দাখিলের দিন বেলা ১:০০ ঘটিকা পর্যমত্ম জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এঁর কার্যালয়ের স্থানীয় সরকার শাখা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ এবং সহকারী কমিশনার (ভূমি), মিঠামইন, কিশোরগঞ্জ এর কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে দরপত্র গ্রহণ করা হবে এবং ঐ দিনই বিকেল ৪:০০ ঘটিকায় দরপত্র দাতাদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র বাক্স খোলা হবে। সরকারী ইজারা মূল্যের চেয়ে নিম্ন দর পাওয়া গেলে কিংবা নীতিমালা মোতাবেক কাংখিত দর পাওয়া না গেলে নিম্নোক্ত তফসিলে বর্ণিত তারিখসমূহে পর্যায়ক্রমে বর্ণিত স্থান ও সময়সূচী অনুযায়ী দরপত্র কার্যক্রম অব্যাহত থাকবে। তবে দরপত্র দাখিলের তারিখে কাংখিত ইজারা মূল্য পাওয়া গেলে পরবর্তী তারিখে সংশিস্নষ্ট হাট-বাজারের দরপত্র গ্রহণ করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ কিংবা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উলেস্নখ্যযে, দরপত্র গ্রহণের দিন কোন দরপত্র সিডিউল বিক্রয় করা হবে না এবং এক পর্যায়ের জন্য বিক্রয়কৃত দরপত্র অন্য পর্যায়ের দরপত্র হিসেবে ব্যবহার করা যাবে না।

           

ক্রঃ নং

হাট-বাজারের নাম

ইউনিয়নের নাম

সরকারী ইজারা মূল্য (বিগত ৩ বৎসরের গড় মূল্য)

দরপত্র সিডিউল মূল্য (অফেরত-যোগ্য)

১ম পর্যায়ে দরপত্র দাখিলের তারিখ

২য় পর্যায়ে দরপত্র দাখিলের তারিখ

৩য় পর্যায়ে দরপত্র দাখিলের তারিখ

৪র্থ পর্যায়ে দরপত্র দাখিলের তারিখ

৫ম পর্যায়ে দরপত্র দাখিলের তারিখ

মিঠামইন বাজার

মিঠামইন

২৪,১৪,১৬৭/-

৫,৬০০/-

০৬/০৩/১৩

১৩/৩/১৩

২০/০৩/১৩

২৮/০৩/১৩

০৩/০৪/১৩

গোপদিঘী বাজার

গোপদিঘী

৩২,৬৭৯/-

৫০০/

আতপাশা বাজার

ঢাকী

৬,৪৫৫/-

৫০০/

ঢাকী বাজার

ঢাকী

৩,৬৩৪/-

৫০০/

চারিগ্রাম বাজার

ঢাকী

১৬,৩৩৪/-

৫০০/

ঘাগড়া নতুন বাজার

ঘাগড়া

৮৮,১৬৭/-

৫০০/

তেলিখাই বাজার

কেওয়ারজোড়

১,৭৭,৪৫৭/-

১,০০০/-

কাটখাল বাজার

কাটখাল

১,৪৪,০০০/-

১,০০০/-

বৈরাটি বাজার

বৈরাটি

১,৪৩৪/-

৫০০/-

১০

কেওয়ারজোর বাজার

কেওয়ারজোড়

১,৫০০/-

৫০০/-

 

শর্তাবলীঃ

 

১। দরপত্রদাতাকে উদ্ধৃত মূল্যের ৩০% অর্থ ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, মিঠামইন, কিশোরগঞ্জ এর অনুকূলে দরপত্রের সাথে জমা দিতে হবে। উক্ত টাকা হতে ২৫% অর্থ ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হবে এবং অবশিষ্ট ৫% অর্থ জামানত হিসেবে সংরক্ষিত থাকবে। ইজারা গ্রহীতা নিয়মিত হাট-বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন না করলে বা অন্য কোন ক্ষতি সাধন করলে উক্ত জামানত হতে তা মিটানো হবে এবং বৎসর শেষে জামানতের অব্যবহৃত টাকা জমাকারীকে ফেরৎ দেয়া  হবে।

২। যার দরপত্র গৃহীত হবে অর্থাৎ সফল দরপত্র দাতাকে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্য দিবসের মধ্যে ইজারা মূল্যের অবশিষ্ট ৭৫% অর্থ, ইজারা মূল্যের উপর অতিরিক্ত ৫% আয়কর এবং ১৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) অবশ্যই একই সংগে পরিশোধ করতে হবে, অন্যথায় বাজারের জন্য জমাদানকৃত জামানত বাজেয়াপ্তপূর্বক পুনরায় ইজারা কার্যক্রম গ্রহণ করা হবে। 

৩। বিজ্ঞপ্তিতে ইজারার শর্তসমূহ সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হল। ইজারার অন্যান্য শর্তসমূহ দরপত্র সিডিউলের সাথে পাওয়া যাবে। বিসত্মারিত অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর অফিস হতে জানা যাবে।

 

 

মোহাম্মদ সাদেকুর রহমান

উপজেলা নির্বাহী অফিসার

মিঠামইন, কিশোরগঞ্জ

ডাউনলোড