বিদ্যালয়টি চাঁনপুর গ্রামের মধ্যস্থলে অবস্থিত । এর পাশে মসজিদ রয়েছে । এবং একটি আধাপাকা ভবন রয়েছে ।
১৯৯১ সালে গ্রামের মুরুব্বিয়ান বা শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়ের প্রয়োজনীয় অনুধাবন করেন এবং বিদ্যালয়টি গড়ে তুলেন।
১ম শ্রেণী –৫৭ জন।
২য় শ্রেণী – ৫০ জন।
৩য় শ্রেণী – ৫৬ জন।
৪র্থ শ্রেণী -৩২ জন।
৫ম শ্রেণী -২৯জন।
দুইজন বিদ্যুৎমেধাবী ছাত্র অভিভাবক ১জন, সাধারণ ছাত্র অভিভাবক ৪জন, হাইস্কুল প্রতিনিধি ১ন, ইউপি সদস্য ১জন, জমিদাতা নেই ও প্রধান শিক্ষক ও মহিলা সহকারী শিক্ষক ।
২০০৭-৮৪% পাশ,
২০০৮-৬১% পাশ,
২০০৯-৯০.৪৮% পাশ,
২০১০-৮৩% পাশ,
২০১১-৫৭% পাশ
বিগত ২০০০ সাল হতে বিদ্যালয়টি উপবৃত্তির আওতায় আনা হয়েছে । বর্তমানে ৪৫% হারে ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি প্রদনার করা হচ্ছে ।
৩য় জেলা কাব ক্যাম্পুরী – ২০০৫ তৃতীয় স্থান
স্বাধীনতা দিবস উপলক্ষে ডিসপ্লেপ্রদর্শনী -২০০৫ ২য় স্থান, এছাড়াও স্থানীয় বিভিন্ন খেলাধূলায় বিভিন্ন পুরস্কার প্রাপ্তি ।
পাঠ সমাপ্তির হার ১০০% এ উন্নীত করা এবং শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে এলাকার মানুষকে নিরক্ষর মুক্ত করে ২০১১ সালের ডিজাটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন কে বাস্তবায়িত করা ।
01912-400874
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস